খোকসা উপজেলা থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা সাপ্তাহিক দ্রোহ।খোকসা উপজেলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, রাজনীতি, বিনোদনের খবর নিয়ে প্রতি সপ্তাহের মঙ্গলবার পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে। এ পত্রিকাটির কার্যালয়, খোকসা কালীবাড়ী রোডে অবস্থিত। প্রত্রিকাটির প্রকাশক মুনসী আশরাফুল আলম এবং সম্পাদক তমা মুনসী। বানিজ্যিক ব্যবস্থাপক মুনসী তাসবির আহমেদ রাজা।