শুরু হয়েছে বোরো ধান কৃষক এর ঘরে ওঠা।এ বছর খোকসা উপজেলাতে হেক্টর প্রতি বোরো ধান এর উৎপাদন কত সেটা যাচাই এর জন্য অদ্য ১১/৫/১৬ তারিখে সরেজমিনে বোরো ধান উৎপাদনকারীদের সাথে শস্য সংগ্রহ, মাড়াই ও উৎপাদন হিসাব কার্যক্রম পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রেবেকা খান।
একই সময়ে তিনি এ মৌসুমে সরকার কতৃক বোরো সংগ্রহ এর সময়ে কৃষক যেন নিজে গিয়ে নিজের শস্য সরকারি ভাবে বিক্রয় করতে পারে এ বিষয় এ কৃষক দের কে সচেতন করেন।
এরপর তিনি গোপগ্রাম এ একজন সফল কৃষক এর মিশ্র ফলের বাগান পরিদর্শন করেন এবং ফলে কোনো ক্ষতিকর কীটনাশক মেশানো হচ্ছে কিনা এ বিষয় টি পর্যবেক্ষণ করেন এবং বিষমুক্ত ফল উৎপাদন এ উপস্থিত সকল ফলবাগানীদের দের সাথে মতবিনিময় করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস