কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৪ ডিসেম্বর খোকসা থানা হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব মাফফারা তাসনীন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া জেরিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, পৌর মেয়র তারিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি খোকসা বাজার প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে যায়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS