খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার পাশা পাশি বেশ কয়েকটি ক্লাব ও ক্রীড়া সংগঠন রয়েছে। যাদের মাধ্যমে খোকসার ক্রীড়া মোদী ভক্তদের মনের আশা পূরণ করা হয়।
এ উপজেলার ক্রীড়াঙ্গনে মাঠ জাগিয়ে রেখেছে খোকসা যুব সংঘ ক্লাব এ ক্লাবের বেশ কয়েকজন খেলোয়ার দেশের নামী দামী ক্লাবের হয়ে মাঠ কাপিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়ার কেষ্ট ছাড়াও বিরু মত খেলোয়াররাও এ ক্লাব থেকেই উঠে এসেছে। এছাড়াও আছে মোড়াগাছা ক্লাব, বনগ্রাম সোনালী সংঘ, এক্তারপুর যুব সংঘ, শোমসপুর যুব সংঘ, সেনগ্রাম ও গোপগ্রামেও রয়েছে ভিন্ন ভিন্ন ফুটবল দল। তবে ক্রিকেটে এ উপজেলায় তেমন সমৃদ্ধশালী না হলেও ক্রিকেট মৌসুমে স্কুল কলেজ গুলোতে ছাত্রদের সম্বয়ে ম্যাচের আয়োজন করা হয়ে থাকে।
ক্রিড়ার পাশা পাশি খোকসায় বিনোদনের জন্য আছে ব্যাপক আয়োজন। এ অঞ্চলের মানুষ বেশ বিনোদন প্রিয়। এ উপজেলা ৩টি সিনেমা হলের পাশা পাশি বিভিন্ন নাট্য ও যাত্রা শিল্পী বিভিন্ন সময় বিনোদনের আয়োজন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS