২৮/৬/১৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার খোকসা জনাব রেবেকা খান কতৃক খোকসা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয় ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে খোকসা বাজারের তিনটি দোঁজালী কারখানাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর অধীনে ভেজাল মিশ্রিত দ্রব্য যা জন স্বাস্থ্য এর জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদানে গুড় উৎপাদন ও বিক্রয় করার জন্য ১|ষষ্টি দোঁজালী কে এক লক্ষ টাকা ২| নিত্য গোপাল দোঁজালী কে এক লক্ষ টাকা ৩| আল মাস দোঁজালী কে পঞ্চাশ হাজার টাকা মোট ২৫০০০০ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জরিমানা আদায় করা হয়।
অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ভাবে চিটাগুড়, চিনি,পঁচা ডালডা, গাম, মিশ্রিত করে গুড় তৈরী করাতে কারখানা তিনটি তে অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভবিষ্যতে যদি এ ধরনের কাজ আবার ও করেন তাহলে কম্পানী তিনটিকে চির স্থায়ী ভাবে শীলগালা করে দেওয়া হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS