জনগনের দোড়গোড়ায় সেবা পৌছানোর লক্ষ্যে জনাব রেবেকা খান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) খোকসা, আজ 26 নভেম্বর 2014 খ্রি তারিখে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে তিনি ভূমি সংক্রান্ত নামপত্তন ও জমা খারিজের আবেদন গ্রহন এবং নিষ্পত্তি, অর্পিত ও অনাগরিক সম্পত্তির ইজারা নবায়ন আবেদন গ্রহন ও নিষ্পত্তি এবং গণশুনানীর মাধ্যমে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান করেন। আমবাড়ীয়া ইউনিয়নে নাম খারিজের সর্বমোট 91 টি আবেদন জমা হয়। ভূমি সংক্রান্ত আবেদন গুলো আগামী 22 ডিসেম্বর 2014 খ্রি. তারিখের মধ্যে নথি যাচাই, তহশিদারেরি রিপোর্টসহ নামপত্তনের সকল কাজ শেষ করে 23 ডিসেম্বর 2014 খ্রি তারিখে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ থেকেই ডিসিআর রশিদসহ কাগজপত্র সেবা গ্রহিতার হাতে তুলে দেয়া হবে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভবানীগঞ্জ বাজারের বিরোধ পূর্ণ স-মিলসহ জমি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS